নিজস্ব সংবাদদাতাঃ আদিবাসী কুড়মি সমাজের ডাকে ১২ ঘণ্টার পথ অবরোধ কর্মসূচি করল কুড়মি সমন্বয় মঞ্চ। শনিবার সকাল ৬ টা থেকে বিভিন্ন জায়গায় পথ অবরোধ শুরু করে কুড়মিরা। শালবনীতে জাতীয় সড়ক, গোয়ালতোড় ও মেদিনীপুর সদরের মালবাঁধিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পাশাপাশি কেশিয়াড়ির পতিবাঁধ ও হাতিগেড়িয়া এলাকায় চলে পথ অবরোধ কর্মসূচি। কেশিয়াড়ির-রোহিনী রাজ্যসড়ক অবরোধ করেন কুড়মি সমাজের মানুষজন। তাদের দাবি করম পরবের দিনটি রাজ্য ছুটির তালিকায় যুক্ত করতে হবে। এই দাবি নিয়েই তাদের ১২ ঘন্টার পথ অবরোধ চলে। অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয়। দিনভোর নাকাল হন যাত্রীরা। রাজ্য সড়কের ওপর টায়ার ও গাছের গুঁড়ি ফেলে ও বাইক ঘিরে চলে অবরোধ। আন্দোলনের সমস্ত জায়গায় উপস্থিত হন পুলিশ আধিকারিকরা। আন্দোলনকারীদের সঙ্গে কথাও বলেন তারা। তবে ঘোষিত কর্মসূচি অনুযায়ী সন্ধ্যা ৬ টা হতেই অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। যান চলাচল স্বাভাবিক হয়। আন্দোলনকারীরা জানান, তাদের আন্দোলন সফল। সরকার দাবি না মানলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।