নিজস্ব সংবাদদাতাঃ ভারতের বৈদেশিক রপ্তানিতে আশাবাদী বাণিজ্য সচিব বিভিআর সুব্রহ্মণ্যম। আমেরিকার মত দেশ অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে চললেও ভারত বাণিজ্য ক্ষেত্রে ভালো রপ্তানি করেছে বলে মত সুব্রহ্মণ্যমেরে।
তিনি বলেন, "আমেরিকা গত ২ ত্রৈমাসিক ধরে মন্দায় রয়েছে। সেখানে সুদের হার বাড়ছে। যার ফলস্বরূপ অন্যান্য দেশে মূল্যস্ফীতি বেড়েছে। তা সত্ত্বেও, এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত গত ৫ মাসে আমাদের রপ্তানির পরিমাণ ছিল ১৯২.৬ মিলিয়ন ডলার"।