নিজস্ব প্রতিনিধিঃ কঠিন ও তরল বর্জ্য উৎপাদন ও শোধনে বিপুল ফারাকের জন্য পশ্চিমবঙ্গের ওপর ৩,৫০০ কোটি টাকার ক্ষতিপূরণ আরোপ করেছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি)। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের তরফে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে এই টাকাটা আলাদা অ্যাকাউন্টে তুলে রাখতে হবে। পরে পরিবেশের স্বার্থে এই টাকার সদ্ব্যবহার করতে হবে। এনজিটি-র চেয়ারপার্সন বিচারপতি এ কে গোয়েলের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, দূষণমুক্ত পরিবেশ তৈরি করা রাজ্য ও স্থানীয় প্রশাসনের সাংবিধানিক দায়িত্ব।