রাজধানীতে প্রায় ২ কোটি মূল্যের মাদক সমেত গ্রেফতার ২

author-image
Harmeet
New Update
রাজধানীতে  প্রায় ২ কোটি মূল্যের মাদক সমেত গ্রেফতার ২

নিজস্ব সংবাদদাতা : উত্তর দিল্লির রোহিণীতে ২ কোটি টাকার হেরোইন সমেত ২ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে খবর পুলিশ সূত্রে। রোহিণীতে অভিযুক্ত ৩৪ বছর বয়সী মণীশের উপস্থিতিতে পুলিশকে খবর দেওয়া হয়।


মণীশ ও তার সহযোগী টিংকু যাতায়াত করছিল এমন একটি গাড়িকে আটক করা হয় এবং তাদের গ্রেফতার করে পুলিশ।দুজনের কাছ থেকে প্রায় ১.৩ কেজি সূক্ষ্ম মানের হেরোইন উদ্ধার করা হয়েছে, যার মূল্য আন্তর্জাতিক বাজারে প্রায় ২ কোটি টাকা।