এবারের পুজোয় বেহালা ইয়ং মেনস অ্যাসোসিয়েশনের থিম 'অন্তহীন'

author-image
Harmeet
New Update
এবারের পুজোয় বেহালা ইয়ং মেনস অ্যাসোসিয়েশনের থিম 'অন্তহীন'

নিজস্ব সংবাদদাতাঃ বাঙালির জীবনে দুর্গাপূজোর উদ্দামতা বরাবরই উর্ধ্বে। সারা বছরের নিত্য নৈমিত্তিক জীবন থেকে একটু ব্যতিক্রমী ভাবে বাঙালি পুজোর কয়েকটা দিন কাটাতে চায়। এই দিনগুলো যেন সারা বছরের ক্লান্তি বিষণ্ণতাকে দূর করে। গ্ৰাম থেকে শহর, শহর থেকে শহরতলি সবাই এই উৎসবে মুখর হয়ে ওঠে। তেমনই শহর কলকাতার একটি প্রখ্যাত দুর্গাপুজোর আয়োজক কমিটি হল " বেহালা ইয়ং মেনস অ্যাসোসিয়েশন "। প্রতি বছরই তারা নানান অসাধারণ ভাবনার মাধ্যমে তাদের পুজো প্যান্ডেলকে সাজিয়ে তোলেন। এবারেও তার অন্যথা হয়নি। 



ক্লাবের সঙ্গে যোগাযোগ করলে জানানো হয়, এবারে তাঁদের পুজোর থিম হচ্ছে 'অন্তহীন'। দেবী দুর্গার ১০৮ টি নাম নিয়ে চলছে মণ্ডপের কাজ। পুরো মণ্ডপ সেজে উঠবে অসমের বাঁশ দিয়ে। প্রতিটি বাঁশের মধ্যে লেখা থাকবে দেবী দুর্গার বিভিন্ন নাম। আর বাঁশের ভিতর থেকে নাম বেরিয়ে আসবে আলোর মাধ্যমে। যা দর্শকরা দেখতে পাবেন পুরো মণ্ডপ জুড়ে। অর্থাৎ এককথায় বলতে গেলে কলকাতার বুকে এক অনন্য থিম দেখাতে চলেছে বেহালা ইয়ং মেনস অ্যাসোসিয়েশন।