একদম অল্প খরচে একদিনের ভ্রমণে ঘুরে আসুন এখান থেকে

author-image
Harmeet
New Update
একদম অল্প খরচে একদিনের ভ্রমণে ঘুরে আসুন এখান থেকে


নিজস্ব সংবাদদাতাঃ আপনি কি কাছেপিঠে কোথাও ঘুরতে যেতে চাইছেন? কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য।
Local Guides Connect - Island-- Dar-ul-Bahar at Golapbag (Eng: Rose  Garde... - Local Guides Connect
কাছেপিঠে ঘুরতে যাওয়ার জন্য সেরা স্থান হতে পারে বর্ধমানের গোলাপ বাগ। ১৮৮৪ সালে রাজা বিজয় চাঁদ মাহতাবের দ্বারা প্রতিষ্ঠিত একটি বোটানিক্যাল এবং জুলজিক্যাল গার্ডেন, গোলাপবাগকে গোলাপের বাগান বলা হয়। বাগানটি ১২৮ টি বিভিন্ন ধরণের গাছে পরিপূর্ণ, যা বিখ্যাত উদ্ভিদবিদ ডাল্টন হুকার দ্বারা তালিকাভুক্ত করা হয়েছিল। বাগানটি একটি প্রিয় পর্যটন কেন্দ্র হওয়ার পাশাপাশি বর্ধমান বিশ্ববিদ্যালয় দ্বারা নেওয়া ক্লাসের জন্যও বিখ্যাত। মাথাপিছু ২০০ টাকা খরচেই আপনি এখান থেকে ঘুরে আসতে পারবেন।
Hyperlapse in Golapbag campus, University of Burdwan - YouTube
যাত্রাপথ- হাওড়া বা শিয়ালদহ থেকে ট্রেনে বর্ধমান গিয়ে। টোটো করে গোলাপ বাগে পৌঁছাতে পারবেন।