চিটফান্ডকাণ্ডে ধৃত তৃণমূল নেতার ৫ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ

author-image
Harmeet
New Update
চিটফান্ডকাণ্ডে ধৃত তৃণমূল নেতার ৫ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ

নিজস্ব সংবাদদাতাঃ চিটফান্ডকাণ্ডে ধৃত তৃণমূল নেতার ৫ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হল শনিবার। এই মামলার পরবর্তী শুনানি ৮ সেপ্টেম্বর। সিবিআই-এর আইনজীবীর অভিযোগ, বাজার থেকে চিটফান্ড ১০০ কোটি টাকা তুলেছে হালিশহরের পুরপ্রধান রাজু সাহানি। 

 ​



আদালতে সিবিআই দাবি করেছে চিটফান্ডের ডিরেক্টর বিভিন্ন সময়ে টাকা ধার দিয়েছে রাজুকে। এদিকে রাজুর আইনজীবীর দাবি, কোন আইনে আছে যে বাড়িতে নগদ রাখা অপরাধ? বাড়িতে সকলেই ব্যবসায়ী টাকা থাকতেই পারে।'