নিজস্ব সংবাদদাতাঃ চিটফান্ডকাণ্ডে ধৃত তৃণমূল নেতার ৫ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হল শনিবার। এই মামলার পরবর্তী শুনানি ৮ সেপ্টেম্বর। সিবিআই-এর আইনজীবীর অভিযোগ, বাজার থেকে চিটফান্ড ১০০ কোটি টাকা তুলেছে হালিশহরের পুরপ্রধান রাজু সাহানি।
আদালতে সিবিআই দাবি করেছে চিটফান্ডের ডিরেক্টর বিভিন্ন সময়ে টাকা ধার দিয়েছে রাজুকে। এদিকে রাজুর আইনজীবীর দাবি, কোন আইনে আছে যে বাড়িতে নগদ রাখা অপরাধ? বাড়িতে সকলেই ব্যবসায়ী টাকা থাকতেই পারে।'