বনমালী ষন্নিগ্রহী, বাঁকুড়াঃ কুড়মি সম্প্রদায়ের বড় উৎসব হিসেবে পরিচিত করম পরব। এই উপলক্ষ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে কুড়মি সম্প্রদায়ের সাধারণ মানুষের আবেগ। বিশেষ এই দিনটিতে আংশিক ছুটি ঘোষণা করেছিল রাজ্য সরকার। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে বাঁকুড়ার জঙ্গলমহল জুড়ে বিভিন্ন জায়গায় পথ অবরোধ করল কুড়মি সমাজ। দাবি, আংশিক ছুটির পরিবর্তে ঘোষণা করতে হবে পূর্ণ দিবস ছুটি। করম পরবের দিন পূর্ণ ছুটি ঘোষণার দাবিতে আজ সকাল ছ'টা থেকে বাঁকুড়ার রাইপুর, রানীবাঁধ, পি মোড়- সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে অবরোধ শুরু করেন কুড়মি সমাজের মানুষেরা। অবরোধ সন্ধ্যে ৬ টা পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে৷