সপ্তাহান্তে মদ বিক্রি নিষিদ্ধ হল বেশ কিছু এলাকায়

author-image
Harmeet
New Update
সপ্তাহান্তে মদ বিক্রি নিষিদ্ধ হল বেশ কিছু এলাকায়

নিজস্ব সংবাদদাতা : শনিবার এবং রবিবার গণেশ বিসর্জনের মিছিলের পরিপ্রেক্ষিতে বেঙ্গালুরু সিটি পুলিশ বেঙ্গালুরু শহরের তিনটি থানা এলাকায় মদ বিক্রি নিষিদ্ধ করেছে।শহরের পুলিশ কমিশনার প্রতাপ রেড্ডি শহরের পূর্ব, উত্তর-পূর্ব এবং উত্তরের বিভিন্ন অংশে মদ বিক্রি নিষিদ্ধ করার জন্য পৃথক আদেশ জারি করেছেন। পূর্ব দিকে কেজি হলি, ডিজে হলি, গোবিন্দপুরা, বনাসওয়াড়ি, বাণিজ্যিক রাস্তা, শিবাজিনগর, ভারতী নগর, পুলকেশীনগর এবং হালাসুরে ৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে ৫ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত মদ বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। রবিবার লেকে বিসর্জনের আগে ২০০টি গণেশ মূর্তির শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।উত্তর-পূর্বে বিদ্যারণ্যপুরা, ইয়েলাহাঙ্কা, ইয়েলাহাঙ্কা নিউ টাউন এবং কোডিগেহাল্লি এলাকাতেও ৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টা থেকে ৫ সেপ্টেম্বর সকাল ৬ টার মধ্যে কোনও মদ বিক্রি হবে না। এই এলাকায় প্রায় ৫০ থেকে ৬০টি গণেশ মূর্তির বিসর্জন রয়েছে। উত্তরে জেসি নগর, হেব্বাল, আরটি নগর এবং সঞ্জয়নগরে ৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে ৪ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত মদ বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।কর্মকর্তাদের মতে, শনিবার হালাসুরু লেকে প্রায় ৫০টি প্রতিমা বিসর্জন করা হবে। পুলিশ জানিয়েছে, বিসর্জনের মিছিলে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এই নির্দেশ জারি করা হয়েছে। শহরের অন্য কোনো অংশে এখন পর্যন্ত কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি।