পুলিশের তৎপরতায় নিখোঁজ ছেলেকে কাছে পেল পরিবার

author-image
Harmeet
New Update
পুলিশের তৎপরতায় নিখোঁজ ছেলেকে কাছে পেল পরিবার

নিজস্ব প্রতিiনিধিঃ ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের গোকুলপুর গ্রামের বাসিন্দা স্বপন সিং-এর ছেলে ১২ বছর বয়সী সৌরভ সিং। সাঁকরাইল ব্লকের রোহিনী সি.আর.ডি হাইস্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করতো। শুক্রবার বাড়ি থেকে সৌরভ সিং পরীক্ষা দেওয়ার জন্য বিদ্যালয়ে যায়। শুক্রবার বেলা বারোটা নাগাদ পরীক্ষা শেষ হওয়ার পর সে বাড়ি ফিরে আসেনি। ছেলে বাড়ি ফিরে না আসায় স্বপন সিং-সহ  চিন্তায় পড়ে তার পরিবারের সকলে। এরপর চারিদিকে তার খোঁজ করা হয়। কিন্তু তাকে কোথাও পাওয়া যায়নি। স্বপন সিং সাঁকরাইল থানার পুলিশকে বিষয়টি জানান। বিষয়টি জানার পর পুলিশের পক্ষ থেকে ওই স্কুল পড়ুয়ার সন্ধানে চারিদিকে খোঁজ করা হয়। কিন্তু তাকে কোথাও পাওয়া যায়নি। অবশেষে শুক্রবার রাত্রি আটটা নাগাদ রোহিনী বাসস্ট্যান্ডে হাওড়া-রোহিণী বাস থেকে স্কুল ড্রেস পরা অবস্থায় এক স্কুল ছাত্রকে নামতে দেখে  বাসস্ট্যান্ডে থাকা সিভিক ও পুলিশকর্মীরা। এর পর তাকে জিজ্ঞাসাবাদ করে তার নাম জানতে পারে পুলিশ কর্মীরা। তখন সে জানায় তার নাম সৌরভ সিং। সে কোথায় গিয়েছিল, কেন গিয়েছিল তা সে জানাতে পারেনি। পুলিশ কর্মীরা নিখোঁজ ওই স্কুল ছাত্রকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং তার পরিবারকে বিষয়টি জানায়। খবর পেয়ে সাঁকরাইল থানায় এসে সৌরভকে বাড়ি নিয়ে যান তার বাবা স্বপন সিং। সৌরভকে তার বাবার হাতে তুলে দেন সাঁকরাইল থানার ওসি খন্দকার সইফুদ্দিন আহমেদ। সাঁকরাইল থানার  ওসি বলেন, ভুলবশত ওই পরীক্ষা শেষ হওয়ার পর ওই ছাত্র অন্য কোথাও চলে গিয়েছিল। কিন্তু ছেলেটি ফিরে আসায় তাকে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ছেলেকে ফিরে পেয়ে খুশি স্বপন সিং ও তার পরিবারের সকলেই সাঁকরাইল থানার ওসি সহ পুলিশকর্মীদের ও সিভিক ভলেন্টিয়ারদের ধন্যবাদ জানান।