দাঁড়িয়ে থাকা বাসে সজোরে ধাক্কা ট্রাকের, মৃত ৪ পরিযায়ী শ্রমিক

author-image
Harmeet
New Update
দাঁড়িয়ে থাকা বাসে সজোরে ধাক্কা ট্রাকের, মৃত ৪ পরিযায়ী শ্রমিক

নিজস্ব সংবাদদাতাঃ ভোর রাতেই দুর্ঘটনা। পরিযায়ী শ্রমিক বোঝাই বাসে আচমকা ধাক্কা দেয় ট্রাক। দুর্ঘটনায় মারা গিয়েছেন ৪ জন। আহত হয়েছেন ২৪ জন। শনিবার সকালে উত্তর প্রদেশের বারাবাঙ্কির ঘটনা। বারাবাঙ্কির বর্ষীয়ান পুলিশ আধিকারিক জানিয়েছেন, বাকি বাসযাত্রী নিরাপদে রয়েছেন। নেপাল থেকে গোয়ার দিকে যাচ্ছিল বাস।


জানা গিয়েছে, নেপালি পরিযায়ী শ্রমিকদের নিয়ে গোয়ার উদ্দেশে যাচ্ছিল ডাবল ডেকার বাস। বাসে মোট ৬০ জন যাত্রী ছিলেন। বারাবাঙ্কিতে মহঙ্গপুরের কাছে সেই যাত্রীবোঝাই ডাবল ডেকার বাসের টায়ার পাংচার হয়ে যায়। তারপর রাস্তার এক ধারে সেই বাসকে দাঁড় করান চালক। বাসের টায়ার পরিবর্তন করা হচ্ছিল। সেই সময় পিছন থেকে দ্রুত গতিতে একটি ট্রাক এসে বাসের পিছনে ধাক্কা মারে। বাসের ৬০ জন যাত্রীর মধ্যে ৪ জন মারা গিয়েছেন এই দুর্ঘটনায়। আরও ২৪ জন আহত হয়েছেন। আহতদের বারাবাঙ্কি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ছয় জনকে লখনউ ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে। বারাবনির বর্ষীয়ান পুলিশ অফিসার পূর্ণেন্দু সিং বলেছেন, ‘বাকি যাত্রীরা নিরাপদে রয়েছেন। তাঁদের নেপালে পাঠানোর বন্দোবস্ত করা হচ্ছে।’