তাইওয়ানকে ১১০ কোটি ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

author-image
Harmeet
New Update
তাইওয়ানকে ১১০ কোটি ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

নিজস্ব সংবাদদাতাঃ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের জন্য তাইওয়ানকে ১১০ কোটি ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দফতরের এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, তাইওয়ান ইস্যুতে বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের উত্তেজনার মধ্যেই অঞ্চলটিতে অস্ত্র বিক্রির এই ঘোষণা দিল বাইডেন প্রশাসন। এর আওতায় তাইপেকে ৬৬ কোটি ৫০ লাখ ডলারের ‘রাডার ওয়ার্নিং সিস্টেম’ সরবরাহ করবে ওয়াশিংটন। এই ব্যবস্থার মাধ্যমে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করা সম্ভব হবে। এছাড়া যে কোনও জাহাজ ডুবিয়ে দিতে সক্ষম ৬০টি হারপুন ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে। এর দাম পড়বে ৩৫ কোটি ৫০ লাখ ডলার।

 

মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র বলেছেন, তাইওয়ানের নিরাপত্তার জন্য এসব সামরিক সরঞ্জাম অত্যন্ত জরুরি।পররাষ্ট্র দফতরের ঘোষণা সত্ত্বেও চূড়ান্তভাবে এসব অস্ত্র বিক্রিতে মার্কিন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে। ধারণা করা হচ্ছে, কংগ্রেসের উভয় দলই এতে সমর্থন দেবে। কেননা, তাইওয়ান ইস্যুতে দুই দল বরাবরই সমর্থন দিয়ে আসছে।