মাদুর ও পটের গ্রামে পৌঁছলো ইউনেস্কোর প্রতিনিধি দল

author-image
Harmeet
New Update
মাদুর ও পটের গ্রামে পৌঁছলো ইউনেস্কোর প্রতিনিধি দল

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার পটুয়া পাড়া ও সবংয়ের মাদুরের গ্রাম সারতায় উপস্থিত হল ইউনেস্কোর প্রতিনিধি দল। এদিন পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক ও মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়ার সঙ্গে উপস্থিত হন ইউনেস্কোর প্রতিনিধি দল। সুদূর ইউনেস্কো থেকে উপস্থিত হয়েছিলেন জন সিভিস্টিয়েন কার্টিস। সঙ্গে ছিলেন চিরঞ্জিত গাঙ্গুলী।শঙ্খ বাজিয়ে, উলু দিয়ে প্রতিনিধি দলকে শুভেচ্ছা জানান নয়ার পটুয়া শিল্পীরা। সেখানে পটুয়া পাড়া পরিদর্শনের পাশাপাশি পটের গানও শোনে ইউনেস্কোর প্রতিনিধি দল।পাশাপাশি এদিন সবংয়ে গিয়ে মাদুর শিল্পও পরিদর্শন করেন।ইউনেস্কো থেকে আসা প্রতিনিধি দল পিংলা ও সবংয়ের মাটিতে পা রাখায় খুশি শিল্পীরাও।এনিয়ে আশাবাদী রাজ্যের মন্ত্রী ডঃ মানস রঞ্জন ভূঁইয়াও।



পিংলার পটুয়া পাড়া ও সবংয়ের মাদুরের গ্রামে ইউনেস্কোর প্রতিনিধি দল ঘুরে জন সিভিস্টিয়েন কার্টিস জানান, 'প্রিন্টিং ও এখানকার সংস্কার খুব ভালো লেগেছে। সাথে সাথে ছবির বিবরণ করে গান গাওয়া খুব পছন্দ হয়েছে।' ইউনেস্কোর স্বীকৃতির ব্যাপারে উনি জানান, 'কোমো সিদ্ধান্ত আমি একা নিতে পারবো না। এটা একটা লম্বা প্রসেস আছে। আমি এখানে যা দেখেছি তা উচ্চতর আধিকারিকদের জানিয়ে দেবো।'