'ইডি-সিবিআই দিয়ে ধমকে চমকে লাভ হবে না' : অভিষেক

author-image
Harmeet
New Update
'ইডি-সিবিআই দিয়ে ধমকে চমকে লাভ হবে না' : অভিষেক

নিজস্ব সংবাদদাতা : কয়লাকাণ্ডে টানা ৭ ঘণ্টা ইডির জেরার পর সিজিও কমপ্লেক্সের বাইরে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাইরে বেরিয়েই তিনি নিশানা করেন বিজেপিকে। বলেন, 'দিল্লির জল্লাদদের কাছে মাথা নত করব না। বিজেপির অশ্ব মেধের ঘোড়া বাংলায় আটকে গেছে।রাজনৈতিকভাবে লড়তে না পেরে আমাকে টার্গেট করছে। বিজেপির একমাত্র পথের কাঁটা তৃণমূল।যারা ক্যামেরার সামনে টাকা নিয়েছেন তাদর ডাকছেন না কেন?প্রমাণ করুন ৫ পয়সা নিয়েছি। একটাও যোগসূত্র মিললে ফাঁসি কাঠে ঝুলবো। ঘোড়া কেনাবেচা করা কাজ।যে গরুচোরকে আমরা বের করে দিয়েছিলাম তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করেছে।'

এদিন অমিত শাহকে নিশানা করে তিনি বলেন, 'কেউ যদি ভাবে কারো ছেলেকে অক্রমণ করেছি তাই ইডির জুজু দেখাবে তাহলে ভুল ভাবছে। নিজের ছেলেকে আগে দেশপ্রেম শেখান তারপর দেশবাসীকে শেখাবেন।বাংলার জন্য ঝাড়খণ্ডের সরকার পড়েনি।পাচারের টাকা শাহর কাছে গেছে।'