সন্তোষপুর ত্রিকোণ পার্কের '' উত্তরণ ''- এর নেপথ্য শিল্পী

author-image
Harmeet
New Update
সন্তোষপুর ত্রিকোণ পার্কের '' উত্তরণ ''- এর নেপথ্য শিল্পী

নিজস্ব সংবাদদাতাঃ দুর্গাপুজোতে আমরা সকলেই নানা প্যান্ডেলে ঘুরে বেড়াই। আমাদের মন জয়ও করে থাকে প্রায় সব প্যান্ডেলই। তবে আমরা জানি কি সেই সব প্যান্ডেলের নেপথ্যের প্রতিমা শিল্পী, থিম শিল্পীদের কথা, যারা আমাদের আনন্দদানের জন্য নিজেদের মনের ভাবনাকে বাস্তবে নিখুঁত নিপুনতার মাধ্যমে প্রকাশ করেন। তেমনই একটি পুজো প্যান্ডেল হল '' সন্তোষপুর ত্রিকোণ পার্ক ''। এবছর তাদের নিবেদনে '' উত্তরণ ''। আর এই ভাবনার পিছনে যারা আছেন তারা হলেন সুব্রত সাহা এবং দেবজিৎ চক্রবর্তী। তবে শুধু থিম-ই নয়। মৃন্ময়ী মায়ের চিন্ময়ী স্বরুপ সৃষ্টিতে যার অবদানের কথা না বললে তা অসম্পূর্ণ থেকে যাবে তিনি হলেন পরিমল পাল। প্যান্ডেল সজ্জার পাশাপাশি প্যান্ডেলকে আরও আকর্ষণীয় করে তুলতে এবারে সন্তোষপুর ত্রিকোণ পার্ক তৈরি করেছে তাদের নতুন থিম সং। যার নেপথ্য শিল্পী হলেন সতীনাথ মুখার্জি।