নিজস্ব সংবাদদাতাঃ ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথে লিজ ট্রাস। আগামী সোমবার প্রধানমন্ত্রী বাছাই প্রক্রিয়ার ফল ঘোষণা করা হবে। অগাস্টের শুরুর দিক থেকে প্রক্রিয়া শুরু হয়েছিল। টরি শিবিরের প্রায় ২ লাখ সদস্য পোস্টাল ও অনলাইন ভোটিং প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন। সেখানে ঋষি সুনকের থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন লিজ ট্রাস। উল্লেখ্য, ব্রিটেনে বর্তমানে বেশ কিছু গুরুতর সমস্যা চলছে। বিশেষ করে জীবনযাত্রার মান বজায় রাখার জন্য যে পরিমাণ ব্যয় হয়, তা সাম্প্রতিক অতীতে সবথেকে খারাপ পরিস্থিতিতে রয়েছে। শুধু তাই নয়, এর পাশাপাশি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়ার পর ব্রিটেনে মুদ্রাস্ফীতি এবং জ্বালানি মূল্য অন্যতম মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে।
সাম্প্রতিককালে নির্বাচনী আবহে প্রচুর ঘাম ঝড়িয়েছেন লিজ ট্রাস। টেলিভিশনে বিতর্কসভায় অংশগ্রহণ করেছেন, দেশজুড়ে ঘুরে ঘুরে প্রচার করেছেন। করে ছাড় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাস। যদিও তাতে সেদেশের দরিদ্র শ্রেণির কতটা উপকার হবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ট্রাসের সমালোচকদের একাংশ। এক প্রতিবেদনে ট্রাস আবারও প্রতিশ্রুতি দিয়েছেন, “আমজনতাকে যাতে জ্বালানির আকাশছোঁয়া দাম নিয়ে সমস্যার মধ্যে না পড়তে হয়, তার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”