নিজস্ব সংবাদদাতাঃ অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায় একটি লরিতে আগুন লেগে যায়। ওই লরিতে করে এলপিজি সিলিন্ডার নিয়ে যাওয়া হচ্ছিল। লরিটিতে তিনশোটিরও বেশি সিলিন্ডার ছিল এবং তার মধ্যে একশোটির বেশি সিলিন্ডারে বিস্ফোরণ হয়। যার কারণে লরিটি সম্পূর্ণ পুড়ে যায়। বৃহস্পতিবার মাঝরাতে দুর্ঘটনাটি ঘটেছে প্রকাশম জেলার অনন্তপুর-গুন্টুর জাতীয় সড়কে।
পুলিশ জানিয়েছে, নেলোর জেলার কুরনুল থেকে উলাভাপাদুতে গ্যাসের সিলিন্ডার নিয়ে যাচ্ছিল লরিটি। শর্ট সার্কিট থেকে আচমকা লরির কেবিনে আগুন লেগে যায়। চালক লরি থামিয়ে নেমে পড়েন। আগুন ক্রমেই ছড়িয়ে পড়ে। বিকট শব্দে একের পর এক গ্যাস সিলিন্ডার ফাটতে থাকে। জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও দমকল।