বৃষ্টির সময় ব্রিজ কিংবা আন্ডারপাসের নিচে দু চাকা পার্ক করলেই দিতে হবে জরিমানা

author-image
Harmeet
New Update
বৃষ্টির সময় ব্রিজ কিংবা আন্ডারপাসের নিচে দু চাকা পার্ক করলেই দিতে হবে জরিমানা

নিজস্ব সংবাদদাতা : বৃষ্টি থেকে বাঁচতে ফ্লাইওভার এবং আন্ডারপাসের নীচে অনেকেই বাইক,স্কুটার,সাইকেল,স্কুটি পার্ক করে থাকেন। তবে সেদিন এবার শেষ। এবার থেকে ব্রিজ কিংবা আন্ডারপাসের নিচে দুচাকার যান পার্ক করলেই গুনত হবে জরিমানা। আন্ডারপাসের নিচে দাঁড়িয়ে থাকা দুই চাকার চালক এবং পথচারীদের গুরুতর আহত হওয়ার চারটি ঘটনার পরে এমনই সিদ্ধান্ত নিয়েছে বেঙ্গালুরু ট্র্যাফিক পুলিশ (বিটিপি)।

জরিমানা বাবদ দিতে হবে ৫০০ টাকা। আইপিসি ধারা ২৮২ লঙ্ঘন যদি পুনরায় সংঘটিত হয় (জনসাধারণের পথ বা নেভিগেশন লাইনে বিপদ বা বাধা) সেক্ষেত্রে একটি মামলা দায়ের করা হবে বলে জানা গিয়েছে।