নিজস্ব সংবাদদাতাঃ ফের কারাদণ্ডের শাস্তি মায়নামারের নেত্রী অং সান সু চি-কে। তাঁর বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতের অভিযোগ ওঠার পর তদন্তে তার প্রমাণ মিলেছে বলে দাবি। যে কারণে ক্ষমতাচ্যুত নেত্রী সু চি-কে তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। সেনার হাতে থাকা মায়নমারের সরকারী তদন্তে অং সান সু চি-র বিরুদ্ধে নির্বাচনী জালিয়াতিকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন তাঁর সমর্থকরা।
গত বছরের গোড়ায় সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বন্দি রয়েছেন ৭৭ বছর বয়সী সু চি। গত আগস্টে অং সান সু চি-কে ছয় বছর কারাদণ্ডাদেশ দিয়েছিল সামরিক আদালত। পাশাপশি দুর্নীতি, সামরিক শাসক বিরোধী আন্দোলনে প্ররোচনা সহ নানা অভিযোগে বিভিন্ন মামলায় সু চি-কে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।