স্টুডেন্ট ক্রেডিট কার্ডে লোন না পেয়ে নিজেকে শেষ করে দিলেন নার্সিং ছাত্রী

author-image
Harmeet
New Update
স্টুডেন্ট ক্রেডিট কার্ডে লোন না পেয়ে নিজেকে শেষ করে দিলেন নার্সিং ছাত্রী

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : ১৮ দিনের মাথায় জীবন যুদ্ধের অবসান ঘটলো।হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর শেষ রক্ষা হল না, ১৮ দিন পর মৃত্যু হল বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করা চন্দ্রকোনার ভেরবাজারের নার্সিং পড়ুয়া ছাত্রীর। বৃহস্পতিবার গভীর রাতে, প্রায় সাড়ে বারোটা নাগাদ মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় চন্দ্রকোনার নার্সিং পড়ুয়া ছাত্রী তিথি দোলইয়ের। মেদিনীপুর মেডিক্যালে মৃতদেহ ময়নাতদন্তের পর শুক্রবার চন্দ্রকোনার বাড়িতে পৌঁছাবে দেহ, এমনটাই পরিবার সূত্রে জানা যায়।

উল্লেখ্য,১৪ আগষ্ট রবিবার রাতে বাড়িতে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে চন্দ্রকোনা পৌরসভার ১২ নং ওয়ার্ড ভেরবাজার গ্রামের বাসিন্দা জয়দেব দোলইয়ের মেয়ে তিথি দোলই।তাকে প্রথমে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি হলে ১৫ আগষ্ট সোমবার রাতে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।সেখানেই আইসিইউতে চিকিৎসাধীন ছিল তিথি।বিষ খাওয়ার কারণ হিসাবে পরিবারের তরফে অভিযোগ করা হয়েছিল,উচ্চমাধ্যমিক উত্তির্ণ হওয়ার পর তিথি কলেজে ভর্তি হয়।কিন্তু পরিবারের আর্থিল স্বচ্ছলতা ফেরাতে ব্যাঙ্গালোরে একটি নার্সিং ট্রেনিং কলেজে ভর্তি হয় পাড়া প্রতিবেশীদের থেকে টাকা জোগাড় করে।পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় পরবর্তী সময়ে নার্সিং পড়ার দ্বিতীয় কিস্তির মোটা টাকা মেটাতে না পারায় পরীক্ষায় বসার সুযোগ হারায়,বাধ্য হয়ে বাড়ি ফিরে আসে সে।তারপর রাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য লাগাতার চেষ্টা চালায়,যাতে সেখান থেকে লোন পেয়ে তার পোড়াশোনা চালাতে পারে।কিন্তু প্রশাসনিক দফতর থেকে ব্যাঙ্কে ঘুরেও স্টুডেন্ট ক্রেডিট কার্ড না হওয়ায় মানসিক অবসাদে ভুগতে থাকে নার্সিং পড়ুয়া ছাত্রী তিথি।আর তা থেকেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা এবং ১৭ দিন চিকিৎসা চলার পর মৃত্যু হল ওই ছাত্রীর।ঘটনায় শোকের ছায়া ছাত্রীর পরিবারে।