নিজস্ব সংবাদদাতাঃ জার্মান এয়ারলাইনস প্রধান লুফথানসা শুক্রবার অর্থাৎ আজ ৮০০ টি ফ্লাইট বাতিল করতে পারে বলে আশা করা হচ্ছে। পাইলটদের ইউনিয়ন বেতন বৃদ্ধির অনুমোদন না দেওয়ার কারণে মধ্যরাতে শুরু হওয়া একদিনের ধর্মঘট ঘোষণা করেছে। এই ধর্মঘটের ফলে প্রায় ১,৩০,০০০ যাত্রী ক্ষতিগ্রস্ত হবে বলে লুফথানসা এয়ারলাইন্স জানিয়েছে ।
সূত্রে খবর, বেতন নিয়ে আলোচনা ব্যর্থ হওয়ার পর লুফথানসার পাইলটরা বৃহস্পতিবার মধ্যরাতের ঠিক পরে ২৪ ঘণ্টার ধর্মঘট শুরু করেছে, যা যাত্রী ও কার্গো উভয় পরিষেবাকেই প্রভাবিত করবে।