নিজস্ব সংবাদদাতাঃ আজ আনুষ্ঠানিকভাবে কমিশন করা হবে ভারতে নির্মিত প্রথম বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তের। প্রায় এক বছরের সমুদ্র ট্রায়াল শেষ করার পর আজ নৌ বাহিনীতে যোগ দেবে বিক্রান্ত। কোচিন শিপইয়ার্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিমানবাহী রণতরীটি কমিশন করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-সহ নৌ বাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার। এছাড়াও উপস্থিত থাকবেন প্রতিরক্ষা মন্ত্রকের সিনিয়র আধিকারিকরা।
ভারতীয় নৌবাহিনী এবং কোচিন শিপইয়ার্ড লিমিটেডের উদ্যোগে সম্পূর্ণ দেশজ নকশায় তৈরি এই বিমানবাহী জাহাজ দেশের ‘আত্মনির্ভর ভারত’ এবং ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের উজ্জ্বল উদাহরণ। যন্ত্রাংশের ৭৬ শতাংশের বেশি দেশজ। এটি দেশজ নকশা এবং নির্মাণ ক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি অনুসারী শিল্পের বিপুল প্রসার ঘটিয়েছে। ৪৫ হাজার টন ওজনের আইএনএস বিক্রান্তের নির্মাণে ব্যয় হয়েছে ২০ হাজার কোটি টাকা। ২৬২ মিটার দীর্ঘ এবং ৬২ মিটার চওড়া বিক্রান্ত ভারতে নির্মিত বৃহত্তম যুদ্ধজাহাজ। এতে মিগ-২৯ কে ফাইটার জেট এবং হেলিকপ্টার সহ ৩০টি বিমান থাকতে পারে। যুদ্ধজাহাজে প্রায় ১ হাজার ৬০০ জন ক্রু থাকতে পারে। শুরুতে মিগ ফাইটার এবং কিছু হেলিকপ্টার থাকবে আইএনএস বিক্রান্তের ডেকে। আগামীদিনে নৌবাহিনী ২৬টি নতুন যুদ্ধবিমান কিনবে। বর্তমানে ভারতের কাছে একটি মাত্র বিমানবাহী রণতরী আইএনএস বিক্রমাদিত্য রয়েছে, যেটি একটি রাশিয়ান প্ল্যাটফর্মে নির্মিত। এবার আইএনএস বিক্রান্ত নৌ বাহিনীতে যোগ দিলে ভারতের বিমানবাহী রণতরীর সংখ্যা দাঁড়াবে ২টিতে। দেশে বিমানবাহী রণতরী নির্মাণ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, চিন এবং ফ্রান্সের মতো দেশগুলোর তালিকায় ঢুকে পড়েছে ভারত। এই দেশগুলো তাদের নিজস্ব বিমানবাহী রণতরীর নকশা ও নির্মাণ করতে পারে।