তিস্তায় এখনও জারি লাল সতর্কতা

author-image
Harmeet
New Update
তিস্তায় এখনও জারি লাল সতর্কতা

নিজস্ব সংবাদদাতাঃ তিস্তায় জারি হল লাল সতর্কতা। শুক্রবার সকালেও পরিস্থিতির ওপর নজর রেখেছ প্রশাসন। তবে নতুন করে পাহাড়ে তেমন বৃষ্টি না হওয়ায় তিস্তার জলস্তর ধীরে ধীরে কমছে বলে প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। পাহাড়ে অবিরাম বৃষ্টির জেরে বৃহস্পতিবার সকালে তিস্তার জল বেড়ে যায়। ফলে সেচ দফতর নদীর অসংরক্ষিত এলাকার দোমহনি থেকে বাংলাদেশ পর্যন্ত লাল সতর্কতা এবং সংরক্ষিত এলাকায় জারি ছিল হলুদ সংকেত।


শুক্রবার সকালে তিস্তা সেচ প্রকল্পের গজল ডোবা থেকে ১৫৫৮ কিউসেক জল ছাড়া হয়েছে বলে সেচ দফতরের ফ্লাড কন্ট্রোল রুম সূত্রে জানা গিয়েছে। জলস্তর ধীরে ধীরে কমছে। খানিকটা স্বস্তি পেয়েছেন তিস্তা পাড়ের বাসিন্দারা।