রাজ্যে তৈরি হল ৯ সদস্যের নিরাপত্তা কমিটি

author-image
Harmeet
New Update
রাজ্যে তৈরি হল ৯ সদস্যের নিরাপত্তা কমিটি

নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে তৈরি হল "ওয়েস্ট বেঙ্গল স্টেট সিকিউরিটি কমিশন"। মুখ্যমন্ত্রীকে চেয়ারপার্সন করে এই কমিশন তৈরি করল নবান্ন। অর্থাৎ কমিটির মাথায় থাকছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতাকে এই কমিশনের সদস্য করা হল। মোট ৯ জনকে নিয়ে এই কমিশন করল রাজ্য। কমিশনে থাকছেন মুখ্য সচিব, ডিজি এর পাশাপশি প্রাক্তন বিচরপতি অসীম কুমার রায়, মহিলা কমিশনের চেয়ারম্যান লীনা গঙ্গোপাধ্যায়, এসএসকেএম-এর সুপার, শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী ও সাহিত্যিক ও গবেষক নৃসিংহপ্রসাদ ভাদুড়ি।


এই কমিশন রাজ্যের নিরাপত্তা নিয়ে বিভিন্ন সময়ে সুপারিশ করবে। নির্দেশিকা জারি করলেন মুখ্য সচিব। রাজ্যে দীর্ঘদিন এই কমিশন ছিল না। রাজ্যে নিরাপত্তা বিষয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন তুলে এসেছে বিরোধীরা। সে ভোট পরবর্তী হিংসা হোক বা নারী নিরাপত্তা, বিরোধী দলনেতার উপস্থিতিতে এই কমিটি গঠন সেই প্রশ্নে নতুন এক দিক খুলে দেবে বলে মনে করছেন অনেকেই।