নিজস্ব সংবাদদাতা: সত্যি হল সম্ভাবনা। ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার দিন আপডেট পাওয়া গেল। চেলসি থেকে লোনে অন্য ক্লাবে যোগ দিচ্ছেন ইথান আম্পাডু। জানা গিয়েছে, চেলসি থেকে লোনে তিনি যোগ দিচ্ছেন স্পেজিয়ায়। যদিও চুক্তি পত্রে আগামী দিনে ফুটবলারকে পাকাপাকিভাবে দলে নেওয়ার অপশন স্পেজিয়াকে দেওয়া হয়নি বলেই জানা গিয়েছে।