ফুলহ্যামে যোগ দিলেন উইলিয়ান

author-image
Harmeet
New Update
ফুলহ্যামে যোগ দিলেন উইলিয়ান

নিজস্ব সংবাদদাতা: পাকাপাকিভাবে হল সই। ফুলহ্যামে যোগ দিলেন ব্রাজিলের তারকা ফুটবলার উইলিয়ান। সরকারীভাবে তিনি নতুন ক্লাবে সই করেছেন বলে জানা গিয়েছে। ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার একেবারে শেষ সময়ে হয়েছে এই দল বদল।