নিজস্ব সংবাদদাতা: বন্ধ হওয়ার মুখে ট্রান্সফার উইন্ডো। শেষ বেলার দল বদলের বাজারে আলোচনায় ম্যানচেস্টার ইউনাইটেড তারকা উইল ফিশ। তাঁকে লোনে অন্য কোনো ক্লাবে পাঠাতে পারে ম্যান এই। এক মরসুমের জন্য লোনে ছাড়া হতে পারে তাঁকে। একাধিক ফুটবলারকে লোনে অন্য ক্লাবে পাঠাচ্ছে ইউনাইটেড।