মিখাইল গর্বাচেভের শেষকৃত্য শনিবার

author-image
Harmeet
New Update
মিখাইল গর্বাচেভের শেষকৃত্য শনিবার

নিজস্ব সংবাদদাতাঃ সাবেক সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা মিখাইল গর্বাচেভের শেষকৃত্য আগামী শনিবার অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার ৯১ বছর বয়সে তিনি মস্কোর একটি হাসপাতালে মারা যান। জানা গিয়েছে, মস্কোর হাউস অব ইউনিয়নসের বিখ্যাত হল অব কলামসে গর্বাচেভের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। ১৯৫৩ সালে মৃত্যুর পর সোভিয়েত নেতা জোসেফ স্তালিনের মরদেহও একই জায়গায় রাখা হয়েছিল। গর্বাচেভ ফাউন্ডেশনের প্রেস সেক্রেটারি ভ্লাদিমির পোলিয়াকভ জানান, শেষকৃত্য অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে। এরপর গর্বাচেভকে মস্কোর নভোদেভিচি সমাধিক্ষেত্রে সমাহিত করা হবে।


ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, গর্বাচেভকে কোথায় রাষ্ট্রীয় সম্মান জানানো হবে, সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবে ক্রেমলিন। পরে গর্বাচেভ ফাউন্ডেশনের গণমাধ্যম বিষয়ক প্রধান পাভেল পালাজচেঙ্কো জানান, হল অব কলামসের অনুষ্ঠান পুতিন প্রশাসনের প্রটোকল পরিষেবা বিভাগ আয়োজন করবে। তিনি বলেন, এই অনুষ্ঠান রাষ্ট্রীয় শেষকৃত্য হিসেবে বিবেচিত হবে কি না, সে বিষয়ে কোনো তথ্য নেই।