নিজস্ব সংবাদদাতাঃ ঘুষ গ্রহণের অভিযোগে দায়ের করা মামলায় দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রী রোসমাহ মনসুর। বৃহস্পতিবার তাকে ১০ বছরের সাজা প্রদান করে আদালত। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে আরও ৩০ বছর কারাগারে থাকতে হবে তাকে। নাজিব রাজাক ক্ষমতায় থাকাকালীন একটি প্রতিষ্ঠানকে সৌরশক্তি প্রকল্পে সহযোগিতা করেন রোসমাহ মনসুর। এজন্য ২৭৯ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ চান বলে অভিযোগ ওঠে। ঘুষ চাওয়া ও গ্রহণের অভিযোগে বৃহস্পতিবার তাকে দোষী সাব্যস্ত করেন মালয়েশিয়ার আদালত।
আদালতের রায়ের পর রোসমাহ বলেন, ‘আমাকে অবশ্যই স্বীকার করতে হবে আজ যা ঘটেছে তাতে আমি খুব দুঃখিত। কেউ আমাকে অর্থ নিতে এবং গুনতেও দেখেনি। কিন্তু যদি এটাই পরিণতি হয় তাহলে সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিলাম।’ কবে থেকে তার সাজা শুরু হবে বিষয়টি স্পষ্ট করা হয়নি। রোসমাহের বিরুদ্ধে এখনও মানি লন্ডারিং এবং কর ফাঁকিসহ আরও ১৭টি মামলা চলছে। যদিও নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন তিনি।