হাসপাতালে চিকিৎসক নেই, মায়ের কোলেই মৃত্যু হল শিশুর

author-image
Harmeet
New Update
হাসপাতালে চিকিৎসক নেই, মায়ের কোলেই মৃত্যু হল শিশুর

নিজস্ব সংবাদদাতাঃ মায়ের কোলেই মৃত্যু হল ছেলের। বিনা চিকিৎসায় ৫ বছরের শিশু মৃত্যুর মুখে ঢলে পড়ে। মধ্যপ্রদেশের জবলপুরে এমনই একটি ঘটনায় কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে। জবলপুরে সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে মায়ের কোলেই মৃত্যু হয় ৫ বছরের শিশুর। জানা গিয়েছে, জবলপুরের বাসিন্দা সঞ্জয় পান্ডে অসুস্থ ছেলেকে নিয়ে সরকারি স্বাস্থ্যকেন্দ্র যান। সরকারি স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে সেখানে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কোনও চিকিৎসকের দেখা পাননি। সঞ্জয় পান্ডের ছেলেকে পরীক্ষা করবেন, এমন কোনও চিকিৎসকদের দেখা পাননি। বিনা চিকিৎসায় শেষ পর্যন্ত সঞ্জয় পান্ডের ৫ বছরের ছেলের মৃত্যু হয়। জানা যায়, ওই স্বাস্থ্যকেন্দ্রে সঞ্জয় পান্ডের ছেলেকে দেখার মত যেমন কোনও চিকিৎসক ছিলেন না, তেমনি মেডিকেল অফিসাররাও গরহাজির ছিলেন। ফলে কার্যত ধুঁকতে ধুঁকতে প্রাণ যায় ৫ বছরের ছোট্ট শিশুর।


জবলপুরের ঘটনা প্রকাশ্যে আসতেই তা নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার এমন হাল কেন, তা নিয়ে প্রশ্ন তোলা হয়। সরকারি স্বাস্থ্যকেন্দ্র হওয়া সত্ত্বেও, কেন কোনও চিকিৎসক ওই সময়ে ছিলেন না, তা নিয়ে প্রশ্ন তোলা হয়। এবং জবাবদিহি করতে হবে বলে জানানো হয়।