নতুন 'পথের দিশা'র সন্ধানে শ্যামা পল্লী শ্যামা সঙ্ঘ

author-image
Harmeet
New Update
নতুন 'পথের দিশা'র সন্ধানে শ্যামা পল্লী শ্যামা সঙ্ঘ

নিজস্ব সংবাদদাতা : হাতে মাত্র আর কয়েকটা দিন। তারপরেই আপামোর বাঙালি মাতবে তাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয়। ইতিমধ্যেই পুজো কমিটিগুলির প্রস্তুস্তি প্রায় শেষের মুখে। জোরকদমে চলছে কাজ। এবছর নতুন পথের দিশার সন্ধানে শ্যামা পল্লী শ্যামা সঙ্ঘ সার্বজনীন দুর্গোৎসব কমিটি। কঠিন পরিস্থিতি থেকে মুক্তি লাভের আশায় ২০২২-এ তাদের 'থিম পথের দিশা'। 


পুজো কমিটির এক সদস্য অভিরূপ দাশগুপ্তের সঙ্গে কথা বলে জানা যায়, ৪৩ বছরে পদার্পণ করতে চলেছে শ্যামা পল্লী শ্যামা সঙ্ঘ সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো। থিম শিল্পী রবীন রায়ের হাত ধরে সেজে উঠছে মণ্ডপ। প্রতিমা শিল্পী সুরজিৎ পাল। ১৮ লক্ষ টাকা বাজেটের এই পুজোর উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে দ্বিতীয়ায়। কোভিড প্রটোকল মেনেই হতে চলেছে পুজো। খোলামেলা মণ্ডপ সহ যাবতীয় সরকারি কোভিড বিধি মেনেই পুজো হচ্ছে বলে জানান অভিরূপবাবু।