চাষের জমি থেকে বিগ্রহ উদ্ধারের ভুয়ো ছক কষে অর্থোপার্জনের চেষ্টা, শ্রীঘরে ভণ্ড

author-image
Harmeet
New Update
চাষের জমি থেকে বিগ্রহ উদ্ধারের ভুয়ো ছক কষে অর্থোপার্জনের চেষ্টা, শ্রীঘরে ভণ্ড

নিজস্ব সংবাদদাতাঃ ঈশ্বরের নাম করে অর্থোপার্জন আমাদের দেশে নতুন না। তবে উত্তর প্রদেশের উন্নাওয়ের ঘটনা শুনলে অবাক হতেই হয়। এক ব্যক্তি অনলাইনে ঠাকুরের মূর্তি কিনে সেগুলো  পুঁতে রাখেন তার বাড়ি সংলগ্ন জমিতে। তারপর চারিদিকে গুজব ছড়ান যে চাষের জন্য মাটি খুঁড়তে গিয়ে তিনি এই মূর্তিগুলো পেয়েছেন। এই শুনে আশপাশের গ্রাম থেকে প্রচুর লোকজন আসেন এবং মূর্তিগুলোর পুজো করেন। অনেকে তো দক্ষিণা হিসেবে টাকাও দেন। 


হঠাৎ পুজো দিতে আসেন ডেলিভার বয়। তিনিই এই বাড়িতে মূর্তিগুলোর ডেলিভারি দিয়েছিলেন। একেবারে হাতেনাতে বিষয়টি প্রকাশ্যে আসে। ডেলিভরি বয় নিজেই পুলিশে খবর দেন। পুলিশ ওই ভণ্ড-সহ পরিবারেও আরও ২ জনকে গ্রেপ্তার করেছে।