নিজস্ব সংবাদদাতা : গণেশ চতুর্থীতে অভিনব প্যান্ডেল। গোটা মণ্ডপটাই তৈরি হয়েছে আধার কার্ডের আদলে। যেখানে বিশদ বিরবণ রয়েছে গণেশের। ঝাড়খণ্ডের জামশেদপুরে এমনই এক প্যান্ডেল তাক লাগিয়েছে এবছর। আধার কারডের কাট আউটে তৈরি করা প্যান্ডেলেই বসানো হয়েছে সিদ্ধিদাতাকে। মণ্ডপের গায়ে কৈলাসে ভগবান গণেশের ঠিকানা এবং 6ষ্ঠ শতাব্দীতে তাঁর জন্ম তারিখ চিহ্নিত করা হয়। এতে উল্লিখিত ঠিকানাটি হল শ্রী গণেশ এস/ও মহাদেব, কৈলাস পর্বত, উপরের তলা, কাছে, মানসরোভার, লেক, কৈলাস পিনকোড- ০০০০০১ এবং জন্মের বছর ০১/০১/৬০০ সি ই। গণেশ প্যান্ডেলের সংগঠক সরভ কুমার বলেন, থিমের ভাবনা এসেছে কলকাতা থেকে। তার কথায়,"একবার যখন আমি কলকাতায় বেড়াতে গিয়েছিলাম, সেখানে আমি একটি ফেসবুক প্যান্ডেল দেখেছিলাম। যেহেতু আমি গণেশ পূজাও করি, তাই আমার মনে এসেছিল যে আমিও অন্য কিছু করব। সেখান থেকেই আমি এই আধার কার্ডের ধারণা পেয়েছি।"