নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : বৃহস্পতিবার পুলিশ দিবস উপলক্ষে ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়িয়া থানার পুলিশের উদ্যোগে গোয়ালমারা মাঠে বেলিয়াবেড়া থানার পক্ষ থেকে একটি আমন্ত্রণ মূলক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। ওই ফুটবল প্রতিযোগিতায় চারটি ফুটবল দল অংশগ্রহণ করে। পুলিশ দিবস উপলক্ষে বৃহস্পতিবার গোয়ালমারা মাঠে বেলিয়াবেড়া থানার উদ্যোগে আয়োজিত ফুটবল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো
পুলিশের পক্ষ থেকে যে উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের কাজ ঝাড়গ্রাম জেলায় চালু করা হয়েছে তা বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি বলেন, রক্তের জন্য পুলিশ অ্যাপ চালু করেছে, ছেলে মেয়েদের কোচিং দেওয়ার জন্য ব্যবস্থা করেছে, দুয়ারে পুলিশ কর্মসূচির আয়োজন করেছে, অসহায় মানুষের পাশে পুলিশ রয়েছে।তাই পুলিশ সমাজের শত্রু নয়, পুলিশ সমাজের বন্ধু। তাই তিনি পুলিশকে সহযোগিতা করার জন্য সকলের কাছে আহ্বান জানান। সেই সঙ্গে তিনি বলেন, 'পুলিশ আপনার পাশে রয়েছে, আপনার সাথে রয়েছে। আপনারা পুলিশের পাশে থাকুন।' তাই তিনি ফুটবল খেলার উদ্বোধন করে পুলিশ দিবস উপলক্ষে ঝাড়গ্রাম জেলার পুলিশ আধিকারিক থেকে পুলিশ কর্মী ও তাদের পরিবারের সকল সদস্যদের তিনি অভিনন্দন ও শুভেচ্ছা জানান।