নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম ডুলুং নদী ঘেষা সার্বজনীন দুর্গোৎসব। শরতের সোনা রোদ গায়ে মেখে সেই পুজো দেখার আনন্দই আলাদা। বৃহস্পতিবার সে রকমই একটি পুজোর খুঁটি পুজো হল ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের রোহিনীতে,রোহিনী নতুন বাজার ব্যবসায়ী সমিতির সার্বজনীন দুর্গোৎসবের। রোহিনী নতুন বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই পুজোর আয়োজন করা হয় প্রতি বছর। এবার ৪৬ বছরে পদার্পণ করল এই পুজো খুঁটিপুজোকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে যথেষ্ট উৎসাহ ছিল। হাতে গোনা আর কয়েকটা দিন, তার পরেই শারদ উৎসবে মেতে উঠবে এলাকার বাসিন্দারা। এ বছর পুজোর বাজেট সাড়ে ৩ লক্ষ টাকা। বৃহস্পতিবার উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গ্রামবাসীদের উপস্থিতিতে রোহিণী নতুন বাজার ব্যবসায়ী সমিতির সার্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজো আয়োজন করা হয়।
পুজো কমিটির সম্পাদক সুমিত চন্দ জানান, 'গত বছর করোনার কারণে মন্ডপ ছোট করে হয়েছিল, প্রতিমাও ছোট হয়েছিল। এবছর তো করোনা নেই তাই বড় করে মণ্ডপ হবে, প্রতিমাও বড় হবে। লাইটে সজ্জিত থাকবে। বিজয়া দশমীতে আকর্ষণীয় বাজি খেলা থাকবে। গ্রামবাসীরা সবাই মিলে পুজোর কয়েকটা দিন আনন্দ করে।প্রশাসনিক সাহায্য আর ব্যবসায়ী সমিতি এবং গ্রামবাসীদের সাহায্য নিয়ে সবাই আনন্দ উৎসবে মেতে উঠবে।'