নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার টিভি চ্যানেলগুলোকে ‘ভুয়ো খবর’-এর সবচেয়ে বড় উৎস বলে দাবি করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউরোপীয় ইউনিয়নের কাছে রাশিয়ার যাবতীয় টেলিভিশন চ্যানেল নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন তিনি। চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে একটি সম্মেলনে উপস্থিত হয়েছিলেন জেলেনস্কি। সেখানেই পড়শি দেশের টিভি চ্যানেলগুলোর সমালোচনা করে তিনি বলেন, ‘‘রাশিয়ান টেলিভিশন চ্যানেলগুলো সম্ভবত ভুয়ো খবর ছড়ানোর সবচেয়ে বড় উৎস। কিন্তু এই চ্যানেলগুলো ইউরোপেও সম্প্রচারিত হয়। এরা কার বিরুদ্ধে কাজ করছে? ঠিক কোন জিনিসটা এরা প্রথম থেকে ধ্বংস করতে চাইছে? সেটা হল ইউরোপের গণতন্ত্র!’’
যুদ্ধের শুরু থেকে ইউক্রেনের পাশে থাকার জন্য ইউরোপীয় ইউনিয়ন এবং চেক প্রজাতন্ত্রকে ধন্যবাদও জানিয়েছেন জেলেনস্কি।