প্রবল বৃষ্টিতে পাহাড়ে ধস, বিপর্যস্ত শিলিগুড়ি-সিকিম যোগাযোগ ব্যবস্থা

author-image
Harmeet
New Update
প্রবল বৃষ্টিতে পাহাড়ে ধস, বিপর্যস্ত শিলিগুড়ি-সিকিম যোগাযোগ ব্যবস্থা

নিজস্ব সংবাদদাতাঃ আবারও ধসে বিপর্যস্ত পাহাড়। বিরিকধারার কাছে ধসের কারণে সকাল থেকে শিলিগুড়ি-সিকিম ও শিলিগুড়ি-কালিম্পং এর যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। এর আগে মঙ্গলবার ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামে। সেই ধস সরিয়ে শুরু হয় যান চলাচল এরপর বুধবার আবারও একই জায়গায় প্রবল ধস নামে। ফলত সকাল থেকেই বন্ধ হয়ে যায় যান চলাচল। রাস্তার দু’ধারে লাইন দিয়ে দাঁড়িয়ে গাড়ি। সংকটে পড়েছেন পর্যটকরাও। 


এদিকে, প্রশাসন দাবি করছে ধস সরানোর কারণে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। অপরদিকে, সিকিম এবং কালিম্পং থেকে শিলিগুড়ি আসার পথেও গাড়ি আটকে রয়েছে যার কারণে দু’দিকে গাড়ি আটকে থাকায় ব্যাপক যানজট তৈরি হয়েছে। তবে ধসের জেরে সাধারণ যাত্রীদের অসুবিধা এড়াতে কার্শিয়াং, জোরবাংলো, লোপচো এবং অন্যান্য রুটে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে।