নিজস্ব সংবাদদাতাঃ গতকাল, ৩১শে অগাস্ট ছিল স্পেনের বিখ্যাত টোম্যাটিনা উৎসব। শেষ ২বছর করোনার জন্য এই উৎসব বন্ধ ছিল। এবার ফের স্পেনের বুনলে পালিত হল টোম্যাটিনা উৎসব। এদিন স্পেনের মানুষ রাস্তায় একে অপরের গায়ে টোম্যাটো ছুঁড়ে এই উৎসব পালন করেন। ট্রাক ভর্তি টোম্যাটো এসে পড়ে জনবহুল রাস্তায়। তারপর ট্রাক থেকে ভিড় লক্ষ্য করে রাশি রাশি টোম্যাটো এসে পড়তে থাকে।