নিজস্ব সংবাদদাতাঃ মহালয়া শব্দের অর্থ মহান যে আলয় বা আশ্রয়। এই মৃত আত্মাদের মর্ত্যে পাঠিয়ে দেওয়া হয়।
প্রয়াত আত্মাদের যে সমাবেশ হয় তাকে মহালয় বলা হয়। মহালয় থেকে এসেছে মহালয়া শব্দটি। এইদিনটি খুবই পবিত্র একটি দিন। এইদিন পিতৃতন্ত্রের অবসান হয় মাতৃতন্ত্রের সূচনা হয়।