নিজস্ব সংবাদদাতাঃ বোলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিনের জন্য লাইন বিক্রির অভিযোগ উঠল। ভ্যাকসিনের জন্য রাত থেকে লম্বা লাইন। অভিযোগ, স্থানীয় ব্যবসায়ীরা টাকার বিনিময়ে লাইন দিয়ে ভিড় জমাচ্ছেন। ফলে অনেকেই লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন পাচ্ছেন না বলে অভিযোগ। পাশাপাশি, ভ্যাকসিনের লাইনে উধাও কোভিড বিধি। মাস্ক না পরায় দিচ্ছেন অজুহাত। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।