নিজস্ব সংবাদদাতাঃ আর কদিন বাদেই আসছেন মা দুর্গা। তার প্রস্তুতি চলছে পাড়ায় পাড়ায়। সারা বছর বাঙালিরা অপেক্ষা করে থাকেন এই সময়টার জন্য। মাত্র পাঁচদিন, কিন্তু তাও উত্তেজনা কম হয়না কারুরই। আট থেকে আশি সকলের কাছেই মা দুর্গার আগমন মনকে নাড়া দেয়। প্যান্ডেলে প্যান্ডেলে সৃষ্টি হয় জন- সমুদ্র। আর কলকাতার পুজো বলতে উদ্ভাবন। কিন্তু আপনি কি জানেন যে কোন পুজো কমিটি এ বছর কি কি থিম করছে? তাহলে আপনাকে চোখ রাখতে হবে প্রতিবেদনটিতে। আপনি কি জানেন যে এ বছর চোরবাগান সর্বজনীন-এর থিম কী?
চোরবাগান সর্বজনীন-এর সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়ে যে এবারে তাঁদের পুজোর থিম হল 'অন্তর্শক্তি'। সমস্ত শক্তির জন্ম হয় ভাবনা থেকে। ভাবনার জন্ম হয় মন থেকে। ভালো কিছু ভাবলে ভালো হয়। মন্দ কিছু ভাবলে অবশ্যই মন্দ প্রকাশ হয়। আবার যে কোনও প্রতিকূল পরিস্থিতিতে জীবন সংগ্রামে টিকে থাকার মানসিক বল আসে মনের অন্তর থেকেই। এই মনের অন্তরে সৃষ্টি হওয়া শক্তির অপর নাম 'অন্তর্শক্তি'।