অ্যাপ ক্যাবে যাত্রী সুরাহায় দ্রুত রাজ্যের নির্দেশিকা কার্যকরের দাবি

author-image
Harmeet
New Update
অ্যাপ ক্যাবে যাত্রী সুরাহায় দ্রুত রাজ্যের নির্দেশিকা কার্যকরের দাবি

নিজস্ব সংবাদদাতা: ব্যস্ত সময়ে অ্যাপ ক্যাবে চড়তে গেলেই রীতিমতো ‘ছ্যাঁকা’ লাগার জোগাড় হয়েছে। ভাড়ার অঙ্ক দিন-দিন বেড়েই চলেছে। যাত্রীদের একাংশের অভিযোগ, ব্যস্ত সময়ে অনেক ক্ষেত্রেই প্রতি কিলোমিটারে ৩৫ টাকারও বেশি গুণতে হচ্ছে তাঁদের। সব মিলিয়ে ভোগান্তি বাড়ছে যাত্রীদের। রাজ্য সরকারের নির্দেশিকা বলবৎ না হওয়ার কারণেই যাত্রী-ভোগান্তি এড়ানো যাচ্ছে না। চালকদের প্রাপ্য মজুরি ও অ্যাপ ক্যাব সংস্থার কমিশন নিয়ে টানাপোড়েনের শিকার হচ্ছেন যাত্রীরা, এমনই দাবি অ্যাপ ক্যাব চালক সংগঠনের।