গুরুত্বপূর্ণ রাস্তার হাল বেহাল, ক্ষুব্ধ এলাকাবাসী

author-image
Harmeet
New Update
গুরুত্বপূর্ণ রাস্তার হাল বেহাল, ক্ষুব্ধ এলাকাবাসী

দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ ডেবরায় দু'টি অঞ্চলের মধ্যে যোগাযোগ সংযোগকারী গুরুত্বপূর্ণ রাস্তার অবস্থা বেহাল। প্রশাসন উদাসীন বলে অভিযোগ। শুধু প্রতিশ্রুতিই সার, দাবী এলাকাবাসীর। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের দুই নম্বর ভরতপুত অঞ্চলের সঙ্গে আট নম্বর গোলগ্রাম অঞ্চলের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা বেহাল। পশ্চিম বৈতা থেকে গোলগ্রাম যাওয়ার তিন কিমি রাস্তাই এখন মরণফাঁদ। আর বৃষ্টি হলে তো কথাই নেই। কর্দমাক্ত হয়ে যায় রাস্তা। এলাকাবাসীরা বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। কিন্তু প্রতিশ্রুতি ছাড়া আর কিছু পাওয়া যায়নি বলে অভিযোগ। এলাকাবাসীরা আরও জানান, বৃষ্টি হলে এই রাস্তায় অ্যাম্বুলেন্স ঢুকতেও অসুবিধা হয়৷ রোগীকে নিয়ে সমস্যায় পড়তে হয়। মাঝে মধ্যেই ঘটে দূর্ঘটনা। তাই দ্রুত এই রাস্তা সংস্কারের দাবী তুলেছেন এলাকাবাসী। এই নিয়ে ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ অলোক আচার্য জানান, "আগামী ১৫ দিনের মধ্যে রাস্তার কাজ শুরু হবে। চাষ থাকার জন্য তা সম্ভব হয়ে ওঠেনি। ইতিমধ্যে এজেন্সি কাজ হাতে নিয়েছে। আমরাও চাইছি দ্রুত রাস্তার কাজ শুরু হোক।"