তাক লাগাচ্ছে ধাপার স্মার্ট স্কুল

author-image
Harmeet
New Update
তাক লাগাচ্ছে ধাপার স্মার্ট স্কুল

নিজস্ব সংবাদদাতা:   কলকাতার কাছে এরকমই একটি বস্তি এলাকা ধাপা মাঠপুকুরের কাছারি পাড়া। এখানেই কলকাতা কর্পোরেশনের উদ্যোগে তৈরি হয়েছে স্মার্ট স্কুল। শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনটাই হয়েছে। পুর প্রাথমিক স্কুলেই ডিজিটাল স্মার্ট ক্লাসরুম! শহরের বুকে এই ধরণের প্রাথমিক স্কুল এই প্রথম। পড়ুয়ারা সকলেই বস্তি এলাকার। এখানের ঝাঁ চকচকে ক্লাসরুম টেক্কা দিতে পারে যে কোন বড় ইংলিশ মিডিয়াম স্কুলকে। এলইডি স্ক্রিনে ফুটে উঠছে কৌতূহলী পড়ুয়াদের জানার বিষয়গুলি। থ্রিডি মোশনে জন্তু জানোয়ারের ছবি আর তার সঙ্গে পশুপাখিদের ডাক।মানব দেহের অভ্যন্তরীণ নানা অঙ্গ প্রত্যঙ্গের নানা বিষয় ডিজিটাল মাধ্যমে ফুটে উঠছে পড়ুয়াদের চোখের সামনে রঙিন স্ক্রিনে। পাশাপাশি ইংরাজিতে চলছে পঠনপাঠন। ঝা চকচকে পরিকাঠামোই শুধু নয় ছাত্র-ছাত্রীদের জন্য থাকছে একটি গ্রন্থাগার। আর পড়ুয়াদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে পরিশুদ্ধ শীতল পানীয় জলের ব্যবস্থাও করা রয়েছে স্কুলের ভিতরেই। কলকাতার পুরসভার উদ্যোগে চলতি মাসের ১৩ তারিখ থেকে শুরু হয়েছে এই স্মার্ট স্কুল। যা এখন সকলের আলোচনার কেন্দ্রবিন্দু।