অবহেলায় অন্তঃসত্ত্বার মৃত্যুতে ৩ লাখ টাকার ক্ষতিপূরণের নির্দেশ

author-image
Harmeet
New Update
অবহেলায় অন্তঃসত্ত্বার মৃত্যুতে ৩ লাখ টাকার ক্ষতিপূরণের নির্দেশ

নিজস্ব সংবাদদাতা: বহরমপুরের লীলা হাসপাতালকে ক্ষতিপূরণের নির্দেশ স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের। ২০২০ সালের ৪ অক্টোবর অন্তঃসত্ত্বা অবস্থায় মুর্শিদাবাদ জেলার বহরমপুরের খাগড়ার এই বেসরকারি হাসপাতালে ভর্তি হন বহরমপুরের বাসিন্দা বিকাশ মণ্ডলের মেয়ে বিপাশা মণ্ডল। পরিবারের অভিযোগ সিজারিয়ান সেকশনের মাধ্যমে শিশুর জন্ম দেওয়ার পর শারীরিক সমস্যা শুরু হয় তেইশ বছরের বিপাশা মণ্ডলের। পরিবারের অভিযোগ শারীরিক সমস্যার কথা হাসপাতালকে বার বার জানানো সত্ত্বেও কোনও ব্যাবস্থা নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ, বিনা চিকিৎসায় দীর্ঘ ১০ ঘণ্টার বেশি ফেলে রাখা হয় ওই প্রসূতিকে। এর পরের দিন অর্থাৎ ৫  অক্টোবর মৃত্যু হয় তেইশ বছর বয়সি বিপাশা মণ্ডল নামে ওই প্রসূতির। এরপর মণ্ডল পরিবার তাঁদের এই অভিযোগ নিয়ে স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের দ্বারস্থ হয়। কমিশন সমস্ত অভিযোগ শুনে হাসপাতালের গাফিলতির বিষয় চিহ্নিত করে। কমিশনের বিশেষজ্ঞ চিকিৎসক দল জানান অস্ত্রোপচারের পর যদি ১০ থেকে ১২ ঘণ্টা ফেলে রাখা না হত এই প্রসুতিকে, তাহলে তাঁকে বাঁচানো সম্ভব হত।