নিজস্ব সংবাদদাতা: ডায়মন্ডহারবার, কাকদ্বীপ, নামখানা-সহ একাধিক মৎস্যবন্দর ও বাজারগুলিতে ইলিশ আসতে শুরু করেছে। এখনও পর্যন্ত প্রায় ২০০ টনের ওপর ইলিশ মাছ এসেছে বাজারগুলিতে। এ বছর মরশুমের প্রথম থেকেই ইলিশ মাছের কিছুটা ঘাটতি থেকে যাচ্ছিল বাজারগুলিতে। তার প্রধান কারণ ছিল প্রতিকূল আবহাওয়া। যার জেরে মাঝ সমুদ্র থেকে বারবার ফিরতে হয়েছে মৎস্যজীবীদের। তবে সপ্তাহখানেক আগে পরিস্থিতি বদল ঘটে। প্রত্যাশা মত বিপুল পরিমাণ ইলিশ এসেছে মৎস্যবন্দরগুলিতে। প্রায় ২০০ টন ইলিশ এসেছে মৎস্যবন্দরগুলিতে। যার ফলে খুশি মৎস্যজীবীরা।