শিশুদের খাবারে প্লাস্টিক চাল? উঠছে প্রশ্ন

author-image
Harmeet
New Update
শিশুদের খাবারে প্লাস্টিক চাল? উঠছে প্রশ্ন

দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ প্লাস্টিক চাল নাকি ভিটামিন যুক্ত চাল? শিশু শিক্ষা কেন্দ্রে উঠছে এই প্রশ্ন। বুধবার ঘটনাটি ঘটেছে ক্ষীরপাই পৌরসভার ৬ নং ওয়ার্ডে। জানা যায়, ক্ষীরপাই পৌরসভার ৬ নং ওয়ার্ডের শিশু শিক্ষা কেন্দ্রে এদিন সকালে খুদেদের জন্য রান্নার চাল আনতে যাওয়া হয়েছিল। এরপর বস্তা খুলতেই চক্ষু চড়কগাছ। চালের বস্তার ভিতর সাদা সাদা লম্বা চাল দেখতে পাওয়া যায়। আর এই খবর ছড়িয়ে পড়তেই ছুটে আসেন এলাকার বাসিন্দারা। স্থানীয় এলাকার মানুষজন এসে দেখেন, শিশুদের জন্য রান্নার চাল লম্বা, সাদা। স্থানীয়দের দাবি এটি প্লাস্টিক চাল। আতঙ্ক ছড়িয়ে পড়ে শিশু শিক্ষা কেন্দ্রের চত্বরে। এই বিষয়ে চন্দ্রকোনা ১ নং ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী জানান, "বিষয়টি জানতে পেরেছি। এই নিয়ে আমরা খাদ্য দপ্তরের সঙ্গে কথা বলছি।"