সিদ্ধিদাতার আরাধনায় মুসলিম পরিবার

author-image
Harmeet
New Update
সিদ্ধিদাতার আরাধনায় মুসলিম পরিবার

হরি ঘোষ, দুর্গাপুরঃ হোক মানবতার জয়গান। ধর্ম যার যার পুজো সবার। শিল্প ও বিজ্ঞানের পৃষ্ঠপোষক এবং বুদ্ধি ও জ্ঞানের দেবতা হিসাবে পরিচিত সিদ্ধিদাতা। মেয়ের ইচ্ছায় সেই সিদ্ধিদাতার আরাধনা শুরু হয় দুর্গাপুরের আকবর রোড এলাকার মুসলিম পরিবারে। কাজী মহম্মদ মুস্তফা পেশায় একজন ফিজিওথেরাপি। তাঁরও দীর্ঘদিনের ইচ্ছে ছিল হিন্দু দেব-দেবীর আরাধনা করার। নিরপেক্ষভাবে নিজের ইচ্ছাকে ছোট থেকে প্রতিষ্ঠি করারও ইচ্ছে ছিল। কিন্তু বিভিন্ন প্রতিকূলতায় সম্ভব হয়নি। করোনা পরিস্থিতির ঠিক আগে মেয়ের ইচ্ছে হয়েছিল সিদ্ধিদাতার আরাধনা করার। সম্মতি দেন কাজী মহম্মদ মুস্তফার স্ত্রী কাজী এহেনা সুলতানা। শুরু হয় হিন্দু পুরোহিত দিয়ে সিদ্ধিদাতার আরাধনা। পুজোর আচার-রীতি, ঠাকুর আনা থেকে পুজোর জোগাড় সবেতেই হাত লাগিয়েছেন মুসলিম পরিবারের সকলে। প্রথমবার এলাকাবাসীরা সেভাবে না এলেও, এই পুজো আজ যেন সর্বজনীন। এলাকার যুবক-যুবতী থেকে বৃদ্ধ বৃদ্ধা সকলেই পুজোর সময় একত্রিত হন। পাড়া-প্রতিবেশীরা বলছেন, এই উদ্যোগ সত্যিই অভাবনীয়। কাজী মহম্মদ মুস্তফাবাবুর পুজো পাড়ার সর্বজনীন পুজোয় পরিণত হয়েছে। থাকে খাওয়া-দাওয়ার ব্যবস্থা। মুসলিম হয়েও শহরের বুকে অদম্য ইচ্ছে শক্তি দিয়ে সিদ্ধিদাতার আরাধনা করে এলাকাবাসীকে একত্রিত করে সম্প্রীতির এ এক অনন্য নজির গড়েছে মুসলিম পরিবার।