নিজস্ব সংবাদদাতা: হাঁসফাঁস অবস্থা গোটা রাজ্যেই এরইমধ্যে এল হাওয়া অফিসের সুখবর। বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দু-তিন ঘন্টার মধ্যেই। এছাড়াও বৃষ্টি হবে প্রায় গোটা উত্তরবঙ্গ জুড়েই। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, দক্ষিণ ও উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশে। দিনভর অব্যাহত থাকতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি এই জেলাগুলিতে।