নিজস্ব সংবাদদাতাঃ সাবেক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা মিখাইল গর্বাচেভের মৃত্যুতে শোক জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে পুতিন নিজে শোক জানালেও রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের তরফে ভিন্ন প্রতিক্রিয়া পাওয়া গেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, গর্বাচেভ ছিলেন এমন একজন রাষ্ট্রনায়ক যিনি ইতিহাসের আস্তাকুঁড়ে নিমজ্জিত হবেন। দিমিত্রি পেসকভ বলেন, এই মানুষটি সোভিয়েত ইউনিয়নের অবসান ঘটিয়েছিলেন। রোনাল্ড রিগ্যান ও মার্গারেট থ্যাচারের সঙ্গে তার সুসম্পর্কের বিষয়টি ছিল সুবিদিত। পশ্চিমের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের সম্ভাবনা নিয়ে তার একটি ভুল ‘রোমান্টিসিজম’ ছিল।
৩০ আগস্ট রাশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা যান ২০ শতকের অন্যতম প্রভাবশালী রাজনীতিবিদ মিখাইল গর্বাচেভ। শান্তিপূর্ণভাবে স্নায়ুযুদ্ধ অবসানে রাখা ভূমিকার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তবে সমালোচকদের কাছে তিনি সোভিয়েত ইউনিয়ন ভাঙার রূপকার হিসেবে পরিচিত।